বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলাধীণ জিনারদী ইউনিয়নের মধ্যভাগে চরপাড়া গ্রামের স্থাপিত হয়।
বিদ্যালয়টি ১৯৮২ খ্রি: এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা দুইজন জমিদাতা ও চারজন শিক্ষকের অক্লামত্ম পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৮৯ সালের ২০শে সেপ্টেস্বর বিদ্যালয়টি রেজিস্ট্রেশন লাভ করে। এলজিইডির অর্থায়নে বিদ্যালয়টিতে ১৯৯৪ সালে পাকা ববন নির্মান করা হয়। বর্তমানে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম চালু আছে।
সভাপতিসহ মোট সদস্য সংখ্যা ১২ জন। প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৭০%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৮০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪%
৪৫% হারে ১ম -৫ম শ্রেণীর সুবিধাভোগী শিশুরা উপবৃত্তি পেয়ে থাকে।
ভর্তি, সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, ঝরে পড়ার হার পূর্বের তুলনায় কমেছে।।
ঝড়ে পড়া রোধ , ১০০% পাশের হার নিশ্চিত করা।
সর্বদিক থেকে জেলা উপজেলায় হতে বিদ্যালয়টির যোগযোগ ব্যবস্থা অত্যমত্ম ভাল। পলাশ উপজেলা হতে সিএনজি অটোরিক্সা বা রিক্সা যোগে বিদ্যালয়ে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস