বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল পৌরসভার টেঙ্গরপাড়া গ্রামে অবস্থিত।
এলাকায় কোন বিদ্যালয় না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব এম.এ হাকিম এককভাবে ৪০ শতাংশ জমি দান করিয়া ৯৬ ফুট দৈর্ঘ্য একক অর্থায়নে একখানা টিনসেট বিল্ডিং নির্মান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি অত্যমত্ম মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের শিক্ষকগণ যোগ্য, দক্ষ ও পাঠদানে আমত্মরিক থাকায় ফলাফল বরাবরই সমেত্মাষজনক।
১৪.০৩.২০১০ ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে পুরুষ ছয় জন মহিলা পাঁচ জন এবং পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৫১%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৭৪%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৮%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪%
বিদ্যালয়টি পৌর এলাকায় অবস্থিত বিধায় শিক্ষা বৃত্তি প্রযোজ্য নয়।
শতাভাগ ভর্তি, পাশের হার বৃদ্ধি, ঝরে পড়ার হার হ্রাস।
শতভাগ উপস্থিতি, শতভাগ ভর্তি, শতভাগ পাশের হার নিশ্চিত করা এবং বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
বিভিনণ স্থান থেকে বিদ্যালয়ে যাতায়াত করার সুবিধা রয়েছে। পলাশ উপজেলা থেকে ঘোড়াশাল বাইপাস হয়ে রেল ব্রীজের নিজ দিয়ে পোষ্ট অফিস রোডের পূর্ব দিকে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের উত্তর পার্শে বিদ্যালয়টি অবস্থিত। সিএনজি অথবা রিক্সায় যাতায়াত যোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস