১ম শ্রেণী হইতে ফাযিল পর্যন্ত সহশিক্ষায় পরিচালিত।
এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠান চালু করার লক্ষে স্থানীয় জনগণের আন্তরিক প্রচেষ্টায় মরহুম মোঃ রমিজ উদ্দিন ভূঁইয়া ও মোঃ সিরাজ উদ্দিন ভূঁইয়া (প্রতিষ্ঠাতাদ্বয়) কর্তৃক জমি দানের মধ্য দিয়ে প্রাথমিকভাবে উহা ১৯৪৭ খ্রী: প্রতিষ্ঠা লাভ করে। আরও কতিপয় দানবীর এর সহযোগীতায় মসজিদ, ঈদগাহ ও খেলার মাঠ ইত্যাদি স্থাপিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
এডহক কমিটি
| সাল | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
প্রাথমিক সমাপনী | ২০১০ | ১৭ | ১৩ | ৭৬% |
২০১১ | ২০ | ১২ | ৬০% | |
২০১২ | ২০ | ১২ | ৬০% | |
জেডিসি | ২০১০ | ২২ | ১৬ | ৭৫% |
২০১১ | ৩৩ | ৩৩ | ১০০% | |
২০১২ | ৩৮ | ৩০ | ৭৯% | |
দাখিল | ২০০৯ | ২৯ | ২৬ | ৯০% |
২০১০ | ৪৪ | ২৯ | ৬৬% | |
২০১১ | ৫২ | ৪৫ | ৮৮% | |
২০১২ | ৩৭ | ২৬ | ৭০% | |
২০১৩ | ৩০ | ২৫ | ৮৩% | |
আলিম | ২০০৯ | ৯ | ৮ | ৮৮% |
২০১০ | ১৪ | ৮ | ৫৭% | |
২০১১ | ১৩ | ৬ | ৪৬% | |
২০১২ | ১৪ | ১৪ | ১০০% | |
২০১৩ | ১৩ | ৮ | ৬১% | |
ফাজিল ২০১০ | ২০০৮ | ৪ | ৩ | ৭৫% |
২০০৯ | ৩ | ৩ | ১০০% | |
৪ | ৪ |
| ১০০% |
একাধিকবার ৫ম ও ৮ম পর্যায়ে শিক্ষাবোর্ড কর্তৃক বৃত্তি প্রাপ্ত ১৯৯৮, ১৯৯৯, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১০।
অধ্যক্ষ মহোদয় অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসাবে ৩ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মানে ভূষিত হয়।
মাদ্রাসায় কম্পিউটার বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, ছাত্র/শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থার আশু পরিকল্পনা।
মাদ্রাসার চারিদিকে পাঁকা সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস