ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়টি শীতলক্ষ্যা নদীর পূর্ববতীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ফৌজি চটকলের ব্যবস্থাপনায় তদানীমত্মন সেনা কল্যাণ সংস্থা কর্তৃক ইহা প্রতিষ্ঠিত। অত্র বিদ্যালয়ের ফলাফল সমেত্মাষজনক । ইহা ০১/০১/১৯৯৪ ইং সনে এমপিও ভূক্ত হইয়া একটি বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইতেছে।জনাব সুলতান উদ্দিন আহমেদ
ফৌজি চটকলটি প্রতিষ্ঠা হওয়ার পর অত্র মিলের চাকুরীরত শ্রমিক/ কর্মচারী/ কর্মকর্তা গণের ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে মিল এলাকার অভ্যমত্মরে শামত্ম সুনিবিঢ় শিক্ষার অনুকুল পরিবেশে ইহা প্রতিষ্ঠিত করা হয়। মিলের স্কুল হিসাবে খ্যাত বিদ্যালয়টি সেনা কল্যাণ সংস্থা তথা ফৌজি চটকলের ব্যবস্থাপনায় পরিচালিত হইত। শিক্ষার, কর্মচারীদের বেতন ভাতা মিল কর্তৃপক্ষ বহন করিত। পরবর্তীতে ইহা এমপিও ভুক্ত হয়। মিল বন্ধ হওয়ার পর পার্শ্ববর্তী এলাকার ছেলে মেয়েরা অত্র বিদ্যালয়ে লেখা পড়া করিতেছে। ফৌজি চটকলের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের সমন্বয়ে সুষ্ঠু ভাবে বিদ্যালয়টি পরিচালিত হইতেছে।
পরিচালনা পর্ষদের সভাপতি : মোঃ ইকবাল কবির মোলস্না (বি.এস.সি. ইঞ্জিনিয়ার), সভাপতি ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয় ও ব্যবস্থাপনা পরিচালক, ফৌজি চটকল লিঃ, পলাশ, নরসিংদী।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য : ১। মোঃ ইকবাল কবির মোলস্না, সভাপতি ২। মোঃ ফাকরম্নজ্জামান কাজল, সদস্য ৩। মোঃ আমিনউলস্নাহ, সদস্য ৪। দিলরম্নবা খানম, সদস্য ৫। ফারহানা বেগম, শিক্ষক প্রতিনিধি ৬। লূৎফা বেগম, শিক্ষক প্রতিনিধি ৭। সুলতান উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক / সদস্য সচিব, ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী।
পি.এস.সি
২০০৯ - ৫৯%
২০১০ - ৬৩ %
২০১১ - ৬৭%
২০১২ - ৭৫%
জে.এস.সি
২০১০ - ৬৫.৩৮%
২০১১ - ৮১.২৫%
২০১২ - ৬৯%
এস.এস.সি
২০০৮-৯৬%
২০০৯- ৩৬.৮৪%
২০১০-৯১.৮৯%
২০১১-৮৮.৮৮%
২০১২- ৬০%
৫ম ও ৮ম শ্রেণী হতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ের সরকারি শিক্ষা বৃত্তি পেয়ে আসছে।
মিল চালু থাকাবস্থায় বিদ্যালয়টি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে পুরস্কার প্রাপ্ত হয়েছে।
বিদ্যালয়ের ফলাফল ভাল করার লক্ষ্য আদর্শ পাঠ দানের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক শিক্ষাক্রম অনুসরণ করে ছাত্র/ছাত্রেীদের ফলাফল আশানুরম্নপ করার জন্য আপ্রাণ চেষ্ঠা অব্যাহত আছে।
যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস